
কফিল উদ্দিন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, দূর্যোগ প্রশমন, চোরাচালান টাস্কফোর্স ও বিশ্ব হাত ধোয়া দিবসসহ সাতটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন,সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চোরাচালান ও মাদক পাচার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে এগিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন— নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সহকারী পরিচালক (এডি) আল আমিন,উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইফুল ইসলাম , উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রুবেল ,উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ,
উপজেলা শিক্ষা অফিসার আখতার উদ্দিন,
বাইশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমরান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসময় বাইশারী ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অপর দিকে বেলা সাড়ে ১২ টায় নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাইক্ষ্যংছড়ি স্টেশন।
এসময় ফায়ার সার্ভিস এর সদস্যরা দুর্যোগ কালীন কি ভাবে আগুন নিয়ন্ত্রণে রাখতে হয় সে বিষয়ে বিভিন্ন ধরনের মহড়া প্রদান করা হয়।এছাড়াও নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হয়।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
