টেকনাফে পৌর ভবন স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ, নাগরিকদের দুই দফা দাবি

টেকনাফ প্রতিনিধি
টেকনাফ পৌরসভা ভবন নাফ নদীর তীরে নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পৌরবাসী, তরুণ প্রতিনিধি ও স্থানীয় নাগরিক সমাজ।
তাদের দাবি সীমান্তঘেঁষা ঝুঁকিপূর্ণ স্থানে নয়, বরং শহরকেন্দ্রিক, নাগরিকবান্ধব ও নিরাপদ স্থানে এই ভবন নির্মাণ করা হোক।
বুধবার সকালে টেকনাফ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন স্থানীয় নাগরিকরা।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জানানো হয় “নাফ নদীর তীরে পৌরসভার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত অযৌক্তিক ও বিপদসংকুল। সীমান্তসংলগ্ন ওই এলাকা অপরাধপ্রবণ, মাদকপাচারের ঝুঁকিপূর্ণ এবং সেখানে নাগরিকদের যাতায়াতও কষ্টকর।
এমন স্থানে পৌর কার্যালয় স্থাপন করলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবে,
সাধারণ মানুষ পৌরসেবা গ্রহণে ভোগান্তিতে পড়বে।”
বক্তারা জানান, নাফ নদীর তীর লবণ উৎপাদনকারী শ্রমজীবীদের কর্মস্থল।
ওই এলাকায় ভবন নির্মাণ হলে শ্রমজীবীদের কাজ ব্যাহত হবে এবং নিরাপত্তা হুমকিতে পড়বে।
সংবাদ সম্মেলনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, জাইকার অর্থায়নে টেকনাফ পৌরসভাকে “মডেল পৌরসভা” হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়।
তবে তাদের প্রস্তাব- পৌরসেবা ভবনটি শহরের মধ্যবিন্দুতে এমন স্থানে নির্মাণ করা হোক,
যেখানে নাগরিকরা সহজে পৌরসেবা নিতে পারেন।
পৌরসভার নিজস্ব জমিতে শিশু পার্ক, সাংস্কৃতিক কেন্দ্র বা এমন জনসেবামূলক স্থাপনা গড়ে তোলা,
যা পৌরসভার রাজস্ব ও জনকল্যাণ উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে।
বক্তারা বলেন, “টেকনাফের উন্নয়ন কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি একটি নাগরিক দায়িত্ব। আমরা চাই নিরাপদ, উপযোগী ও জনকেন্দ্রিক স্থানে পৌর ভবন নির্মাণ।”
শেষে তারা প্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জাইকার প্রতি আহ্বান জানান, টেকনাফের মানুষের স্বার্থে যেনো এ দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়।