সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

সেন্ট মার্টিন খুলছে আজ, যাত্রীসংকটে জাহাজ চলাচল বন্ধ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
আজ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিনে আপাতত রাতযাপনের অনুমোদন না থাকায় ভ্রমণপিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে। যাত্রীসংকটে জাহাজমালিকরাও পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বঙ্গোপসাগরের বুকে প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন। পর্যটকদের দাবি, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে এমন দূরত্ব পাড়ি দিয়ে ভ্রমণ করা সময়সাপেক্ষ ও ক্লান্তিকর।

পর্যটকরা বলছেন, ‘সেন্ট মার্টিন হচ্ছে এমন একটা দ্বীপ, সেখানে গিয়ে অবসর সময় কাটাব। সেই সময়টা তারা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। এ অবস্থায় প্রস্তুতি নিয়েও জাহাজমালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই কক্সবাজার শহরের যে স্থান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার কথা, সেই নুনিয়ারছড়া জেটিঘাট প্রায় জনশূন্য। একটি টাগশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই, নেই জাহাজযাত্রার কোনো নিরাপত্তা প্রস্তুতিও।’

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, দিনে গিয়ে দিনে আসার যে সিদ্ধান্ত, সেটি আসলে পর্যটক ও পর্যটনশিল্পের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে একটা তামাশা। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস রাতযাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে আবার ৯ মাসের জন্য পর্যটক যাতায়াত বন্ধ থাকবে।

 

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেওয়া হয়েছে ১২টি কঠোর নির্দেশনা। যার মধ্যে রয়েছে প্লাস্টিক বহন না করা, রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহ করা নিষেধ।

 

কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, নভেম্বরে পর্যটকরা জাহাজে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন। এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।
নভেম্বরে জাহাজ না চলায় আপাতত পর্যটন মৌসুমের শুরুটা ম্লান হতে যাচ্ছে সেন্ট মার্টিনে। তবে ডিসেম্বর থেকে পর্যটকরা গেলে আবারও দুই মাসের জন্য জমে উঠবে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপের পর্যটন ব্যবসা।

সর্বাধিক পঠিত