সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

চকরিয়ায় রাইফেল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেফতার

রিয়াদ উদ্দিন (চকরিয়া)

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযানে দেশীয় তৈরি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড তাজা গুলিসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চকরিয়া থানার এসআই সুজন বড়ুয়া, এসআই নাছির আহম্মদ ও এএসআই দেবু মজুমদার সঙ্গীয় ফোর্সসহ চৌয়ার ফাঁড়ি এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান বদরখালী ইউনিয়নের বাজার পাড়া এলাকার ওয়াপদা রোড সংলগ্ন আল আকসা স্টোরে এক দুষ্কৃতিকারী অবস্থান করছে।

পরে অভিযান চালিয়ে ওই দোকান থেকে বদরখালী বাজার এলাকার নাছির উদ্দিন মো. আলমগীর ওরফে বাদল (৩৯) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা এবং এক রাউন্ড তাজা গুলি।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, “গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

সর্বাধিক পঠিত