টেকনাফে খাল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

সাইদুল ফরহাদ
টেকনাফ পালংখালী চাকমারকুল খাল থেকে ছৈয়দ (৩০)নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পালংখালী চাকমারকুল খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিএনজি চালক পালংখালীর বাসিন্দা বলে জানান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম।
তিনি জানান, খাল থেকে সিএনজি চালক ছৈয়দ আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় তদন্ত করা হচ্ছে।