শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

বৈষম‌বিরোধী আন্দোলনে সানিয়াতের বেঁচে ফেরার গল্প

1
বৈষম‌বিরোধী আন্দোলনে সানিয়াতের বেঁচে ফেরার অভিজ্ঞতা: মা‌য়ের সাহস জুগানো মুহূর্ত ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি:
ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে চলমান বৈষম‌বিরোধী ছাত্র-জনতার আন্দোল‌নে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন ওমর শরীফ ইমরান সা‌নিয়াত। ডি‌বি পু‌লি‌শের নির্মম নির্যাতনের পরও বেঁচে ফিরতে পারবেন বলে আশা করেননি তিনি। গ্রেপ্তারের সময় তার মা শামীমা বরকত লাকি পিঠ চাপড়ে সাহস জুগিয়েছিলেন। সেই দৃশ্য সামাজিক যোগা‌যোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মতবিনিময় সভায় নির্যাতনের বিবরণ
বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারের হো‌টেল লা ভি‌ঞ্চি‌তে বিভিন্ন গণমাধ্যমের সি‌নিয়র সাংবা‌দিক‌দের স‌ঙ্গে এক মতবিনিময় সভায় সানিয়াত তার ওপর চালানো নির্যাতনের মর্মান্তিক বিবরণ তুলে ধরেন। তিনি জানান, ডি‌বি পু‌লিশ চোখ বেঁধে ঝু‌লি‌য়ে নির্যাতন চালায়, যার ফলে তার পা ও শরী‌রের বিভিন্ন অংশ থেতলে যায়। তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন সেক্ট‌রে স্বৈরাচারী দোসররা এখনো বহাল রয়েছে।

উপস্থিত বিশিষ্টজনদের বক্তব্য
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহ আলম, একাত্তর টিভির সিইও শফিক আহ‌মেদ, সি‌নিয়র সাংবা‌দিক লুৎফর রহমান, যুবদ‌লের সাবেক কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত হয়ে যুবদল নেতা মাসুদ রানা বক্তব্য দেন। বক্তারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভা শেষে একাত্তর টিভির সিইও শফিক আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

এই মতবিনিময় সভায় সানিয়াত ও তার সাহসী মা শামীমা বরকত লাকির গল্প আন্দোলনে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

সর্বাধিক পঠিত