
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যু: চট্টগ্রামে সংঘর্ষের জেরে ঢাবিতে বিক্ষোভ ও শোক কর্মসূচি
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর ঢাকাসহ বিভিন্ন স্থানে শোক ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সমাবেশ
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে শোক জানিয়ে বুধবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
চট্টগ্রামে সংঘর্ষ: মূল ঘটনা
মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন বাতিলের পর তার সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। সংঘর্ষের একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তবে এই মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাবিতে মশাল মিছিল ও গায়েবানা জানাজা

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা নিহত আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মশাল মিছিল বের করেন। রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে এই মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, “আইনজীবীকে হত্যার পেছনে কারা রয়েছে তা আমরা বুঝতে পারছি। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কাজ করছে, যা দ্রুত প্রতিরোধ করা প্রয়োজন।”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, “আমাদের হিন্দু-মুসলিম বিরোধ নেই। তবে ইসকনের উগ্র আচরণ ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।”
বিক্ষোভে শিক্ষার্থীদের স্লোগান
রাত সাড়ে ৯টার দিকে ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। রাজু ভাস্কর্যের সামনে তারা ‘উগ্রবাদী ইসকনের জায়গা, এই বাংলায় হবে না’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দেন।
রাত ১০টার দিকে সেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
—
চিটাগং ট্রিবিউন ডেস্ক।
