সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা

বিচারপতির দিকে ডিম ছুড়লেন আইনজীবীরা

চট্টগ্রাম ব্যুরো:

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে হাই কোর্টের এক বিচারপতির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন একদল আইনজীবী।

বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে একটি দ্বৈত বেঞ্চে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা মাহবুবুর রহমান খান জানান, সম্প্রতি একটি মামলার রায়ে বিচারপতি আশরাফুল কামাল জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে ‘অশালীন’ মন্তব্য করেন। যদিও মামলায় জিয়াউর রহমান প্রাসঙ্গিক ছিলেন না।

“বিচারকের এ ধরনের মন্তব্যে আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়,” বলেন তিনি।

বুধবার ওই বিচারক এজলাসে বসলে কয়েকজন আইনজীবী তাকে লক্ষ্য করে বলেন, “আপনি এই চেয়ারে বসে জিয়াউর রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। আপনার এখানে বসার অধিকার নেই।”

একপর্যায়ে আইনজীবীরা বিচারকের দিকে ডিম ছুড়ে মারেন।

ঘটনার পরপরই বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস ত্যাগ করেন।

এ বিষয়ে এখনো আদালত থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত