
রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা আধুরপাড়া এলাকায় দিবারাত্রি ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত।
জাকেরুল ইসলাম জাকের, রাঙ্গুনিয়া প্রতিনিধি
ত্রুীড়ায় শক্তি ত্রুীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের আধুরপাড়া এলাকায়, আধুরপাড়া বন্ধুমহল কতৃর্ক আয়োজিত দিবারাত্রি থ্রী ফোর বার ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলা ২৯শে নভেম্বর শুত্রুবার রাত ৮ঘটিকায় আধুরপাড়া সংলগ্ন গুমাইর বিল মাঠে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি যুবনেতা বেলাল উদ্দিন বেলাল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, সভাপতি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির কার্য নিবাহী সদস্য মাহবুব আলম, আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ এরফান, সালাউদ্দিন, শোয়েব কাদের, চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাহের, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি এডভোকেট সরওয়ার কামাল, সদস্য কামাল হোসেন, অনুষ্ঠান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা কায়সার আলম, উত্তর জেলা যুবদল নেতা কায়সার মাহমুদ, চন্দ্রঘোনা বিএনপি নেতা মোহাম্মদ জসিম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মনছুর, বিশিষ্ট সমাজ সেবক শহিদুল আলম, আব্দুল কাদের, গিয়াস উদ্দিন, জোনায়েদ, জাফর, ওয়াহেদ, আমীর হামজা, পিয়ারু, সাবের, ওমর ফারুক, হাশেম, রফিক, আবু তালেব, মন্জু সহ অন্যান্নরা।
উদ্বোধনী খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দিতা করেন আধুরপাড়া লাইন আপ লিজেন্ড বনাম শিয়াল বুক্কা ফুটবল ক্লাব, আত্রুমন টু পাল্টা আত্রুমনের মধ্য দিয়ে শিয়াল বুক্কা ফুটবল ক্লাবকে ৫-০ ব্যবধানে পরাজিত করে পরের রাউন্ডে উত্তীর্ণ হয় আধুরপাড়া লাইন আপ লিজেন্ড, খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
