
খাগড়াছড়ি প্রতিনিধি-মহাসিন মিয়া
খাগড়াছড়ির দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার নতুন প্রকল্প “ফ্লাড ইমার্জেন্সি রেসপন্স ইন বাংলাদেশ” এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে এবং প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমার সঞ্চালনায় প্রকল্পটির বিস্তারিত উপস্থাপন করেন সংস্থার এমইএল অফিসার মানস ত্রিপুরা।
সভায় HEKS EPER এর প্রতিনিধি মো. রাকিবুল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি, ৩০নং বড় মেরুং ও ৫৩নং কবাখালী মৌজার হেডম্যান, মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান এবং স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চলতি বছরের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত মেরুং এবং কবাখালী ইউনিয়নের গ্রামগুলোতে ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এতে জীবিকায়ন, পানি ও স্যানিটেশন (WASH), এবং শেল্টার উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
প্রকল্পটি প্লাবিত এলাকার মানুষের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।