শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চবিতে শুরু হচ্ছে মার্কেটিং ইন্টারন্যাশনাল কনফারেন্স

চবি প্রতিনিধি- মেহেদী হাসান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে আগামী ৮ ও ৯ জানুয়ারি দুই দিনব্যাপী আয়োজন করা হচ্ছে “চবি মার্কেটিং ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫”। কনফারেন্সের মূল থিম “Sustainable Business Transformation: Challenges and Opportunities for Marketing.”

আজ (৬ জানুয়ারি) বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কনফারেন্সের আয়োজকবৃন্দ। উপস্থিত ছিলেন কো-কনভেনার অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও ড. সজীব কুমার ঘোষসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

সম্মেলনের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে। পাশাপাশি চারটি ভেন্যুতে বিভিন্ন বিজনেস সেশন অনুষ্ঠিত হবে।

এবারের কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ভারতসহ ৯টি দেশের ৭৫ জন গবেষক ১৫টি নির্ধারিত ট্র্যাকে তাঁদের মৌলিক গবেষণা উপস্থাপন করবেন।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবির উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

কী-নোট স্পীকার হিসেবে থাকবেন জাপানের দশিশা ইউনিভার্সিটির প্রফেসর ফিলিপ সুগাই, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের প্রফেসর আতাউর রহমান বেলাল, এবং র‍্যাংকনের সিইও জনাব তানভির শাহরিয়ার রিমন। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট অধ্যাপকবৃন্দ অংশ নেবেন।

এই আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিতরণ ও সৃজনের মাধ্যমে মার্কেটিং বিভাগের ধারাবাহিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সর্বাধিক পঠিত