শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চবিতে পরীক্ষা দিতে এসে হৃদয় তরুয়া হত্যায় অভিযুক্ত শিক্ষার্থী গ্রেপ্তার

চবি প্রতিনিধি- মেহেদী হাসান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে শহিদ হৃদয় তরুয়া হত্যাকাণ্ডে জড়িত এবং মামলার নথিভুক্ত আসামি সাজ্জাদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির পরীক্ষা হলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে আটক করে। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের হাতে তুলে দেয়।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, আটককৃত শিক্ষার্থীর মোবাইল ফোনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডে তার সক্রিয় সম্পৃক্ততার একাধিক প্রমাণ পাওয়া গেছে। তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করতেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “আমরা দুপুর ১২টার দিকে খবর পাই যে, হৃদয় তরুয়া হত্যার নথিভুক্ত আসামি পরীক্ষা দিতে এসেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করি এবং প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেই। এমন একজন আসামিকে কীভাবে পরীক্ষা দিতে সুযোগ দেওয়া হলো, তা আমাদের হতাশ করেছে। আমরা এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই।”

প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, “শিক্ষার্থীরা ফোনে জানায়, একজন নথিভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য পরীক্ষা দিতে এসেছে। আমরা প্রমাণসহ তাকে আটক করে আইনের হাতে তুলে দেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।”

শিক্ষার্থীরা এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও সতর্কতার আহ্বান জানান তারা।

সর্বাধিক পঠিত