সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

সংঘর্ষে জামায়াত কর্মী নিহত, দৃষ্টান্তমূলক শাস্তি চান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, “মিরপুরে নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর কর্মী খোকন মোল্লা নিহত এবং ৩৫ জন গুরুতর আহত হয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

তিনি আরও বলেন, “স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে সংঘটিত এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটি প্রমাণ করে যে, ফ্যাসিস্ট শক্তির দোসররা জাতির ঐক্যকে ধ্বংস করে গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”

রবিবার (১২ জানুয়ারি) বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। স্থানীয় জামায়াত নেতাদের অভিযোগ, সভাপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য তাদের নেতাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। এর প্রতিবাদে আয়োজিত এক সভায় বিএনপি সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

সংঘর্ষে জামায়াত কর্মী খোকন মোল্লা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। নিহত খোকন মোল্লা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামের নওশের আলী মোল্লার ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

জামায়াতের দাবি ও সরকারের প্রতি আহ্বান
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই ঘটনার দ্রুত তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। সরকারকে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।

সর্বাধিক পঠিত