শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

বিলাইছড়িতে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

তানভীর আহমেদ (বিলাইছড়ি)রাঙামাটি

 

রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি)  সকাল ১০ :০০ ঘটিকার সময় বিলাইছড়ি হাসপাতাল ঘাট হইতে বাজার হয়ে  মিছিল নিয়ে উপজেলার চত্বরে এসে শেষ করে । পরে  জাতীয় ও দলীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করে মিলনায়তনে এসে বর্ধিত সভা আনুষ্ঠানিকতার সাথে শুরু হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু নাছির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা  বিএনপি সহ- সভাপতি আবদুল মান্নান, জেলা বিএনপি অর্থ সম্পাদক মো: জসিম উদ্দীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শহিদ চৌধুরী, সভাপতিত্ব করেন  উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির এবং সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাফর আহাম্মদ।

সভায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন,  উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহীদুল ইসলাম, ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন, ৩নং ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

সর্বাধিক পঠিত