শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

খাগড়াছড়িতে ন্যাশনাল লাইফের ৪৭ লক্ষ টাকার বীমা দাবির চেক প্রদান

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)।

খাগড়াছড়িতে জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক গ্রাহকদের মাঝে ৪৭ লক্ষ টাকার বীমা দাবির চেক প্রদান করা হয়েছে। একই সাথে উন্নয়ন সভা, আনন্দ ভ্রমন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে এ সভার আয়োজন করা হয়। সভায় সদ্য পদোন্নতি প্রাপ্ত খাগড়াছড়ি মনিটরিং এরিয়ার মনিটরিং অফিসার মো. ইসমাইল হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রামের ফটিকছড়ি এরিয়া প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোরশেদুল আলম চৌধুরী। তিনি বলেন, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সঠিক সময়ে গ্রাহকের দাবি পরিশোধ করে। আমাদের বীমা কর্মীরা গ্রাহকের বাড়ি গিয়ে দাবির চেক পৌঁছে দিয়ে আসে। এজন্য ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর প্রতি মানুষের আস্থা বেড়েছে।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দীঘিনালা উপজেলা জোনাল ইনচার্জ মো. মোস্তফা কামাল, সহকারী জোনাল ইনচার্জ মো. নুরুল আমিন, মাটিরাঙ্গা উপজেলা জোনাল ইনচার্জ মো. মহিউদ্দিন সহ আরও অনেকেই। বক্তারা জীবন বীমার গুরুত্ব ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দীর্ঘ বছরের সাফল্যের কথাও তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি সদ্য পদোন্নতি প্রাপ্ত খাগড়াছড়ি মনিটরিং এরিয়ার মনিটরিং অফিসার মো. ইসমাইল হোসেন সবুজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সর্বাধিক পঠিত