শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

কক্সবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আনাছুল হক, কক্সবাজার।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কক্সবাজারের ঈদগাঁওতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখার অপরাধে এ জরিমানা করা হয়। অভিযানে ঈদগাঁও উপজেলা প্রশাসন সহায়তা প্রদান করে।
বুধবার (৫ মার্চ) ঈদগাঁও বাজারের বাঁশঘাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল্ মারুক। অভিযানে সহযোগিতা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমা।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানের সময় দেখা যায়, কিছু ব্যবসা প্রতিষ্ঠান মূল্য তালিকা টানাননি, আবার কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে। এসব অনিয়মের কারণে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ঈদগাঁও ও কক্সবাজার সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল পাল। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এবং ভোক্তা-অধিকার রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সর্বাধিক পঠিত