সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে গভীর রাতে ছাগলনাইয়া উপজেলা প্রসাশনের অভিযান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:

অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে গভীর রাতে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমির বিশেষ অভিযান পরিচালনা।১৪ ই মার্চ শুক্রবার রাতে অভিযান চালায় ছাগলনাইয়া উপজেলা প্রসাশন।অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার বিরুদ্ধে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে,মহামায়া ইউনিয়নের জয়নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাস।এই সময় অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটা ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে মাটি কাঁটার কাজে ব্যবহারকৃত একটি এস্কেভেটর ও একটি পিকআপ জব্দ করা হয়।তিনি ঘোষনা দিয়ে জানান দেন যে,অবৈধভাবে ফসলী জমির মাটি কাটা প্রতিরোধে ফেনী জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে এবং চলমান থাকবে।

 

 

সর্বাধিক পঠিত