
ইবি প্রতিনিধি,
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’-এর আয়োজনে “Training on Leadership” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ মে) বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি-১১৬ নম্বর কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালার আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচ ও ব্রিটিশ কাউন্সিলের অ্যাকটিভ সিটিজেন কামরুল ইসলাম রিপন।
কর্মশালায় উপস্থিত ছিলেন তারুণ্যের ১২তম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, ১৩তম সভাপতি আশিফা ইশরাত জুঁই, ১৪তম সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, ১৪তম সভাপতি মো. মারুফ হোসেনসহ সংগঠনের একাধিক সাবেক সদস্য এবং প্রশিক্ষণার্থী ৪০ জন সদস্য।
দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, দলগত কাজ, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘গত দুই দিন ধরে ট্রেইনার আমাদের লিডারশিপ সম্পর্কে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশদভাবে ধারণা দিয়েছেন। কোথায় কেমন নেতৃত্ব প্রয়োজন, কোন দিকগুলোতে মনোযোগ দিলে নেতৃত্ব গুণাবলি আরও দক্ষভাবে বিকশিত হয়—এসব বিষয়ে আমরা হাতে-কলমে শিখেছি। তারুণ্য সবসময় সদস্যদের নেতৃত্বে দক্ষ করে গড়ে তুলতে এমন আয়োজন করে থাকে। আশা করি, আমরা এই গুণাবলি বাস্তব জীবনে কাজে লাগাতে পারব।’
সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, ‘তারুণ্য শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠনই নয়, বরং নেতৃত্ব গঠনের একটি প্ল্যাটফর্ম। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়ানো হয়। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান যেন কেবল সনদে সীমাবদ্ধ না থাকে, তা বাস্তব জীবনে প্রয়োগ করাই হবে আমাদের মূল সাফল্য।’
উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনতামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, তারুণ্য লাইব্রেরি পরিচালনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশিপ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণসহ নানামুখী সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।