শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

গাজায় প্রবেশ করেছে ১০০টি ত্রাণবাহী ট্রাক

চিটাগং ট্রিবিউন ডেস্ক

প্রায় ১১ সপ্তাহ পর গাজায় ত্রাণসামগ্রী বোঝাই ১০০টি ট্রাক প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

তবে জাতিসংঘের দাবি করেছে, বুধবার (২১ মে) ময়দা, শিশুখাদ্য এবং স্বাস্থ্য সরঞ্জামসহ ট্রাকগুলো গাজায় প্রবেশ করলেও সাধারণ মানুষের কাছে এখনও কোনও সহায়তা পৌঁছায় নি।

বৃহস্পতিবার (২২ মে)এই তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় মানবিক সহায়তা প্রদানকারী কর্মীরা বলেন, প্রায় ১১ সপ্তাহ অবরোধের পর গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সোম ও মঙ্গলবার মোট ৯৮ ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু এই সরবরাহ একে তো চাহিদার তুলনায় অপ্রতুল তার ওপর গাজার সুপ কিচেন, বেকারি, বাজার এবং হাসপাতাল পর্যন্ত পৌঁছায় নি।
এদিকে বুধবার (২১ মে)তুরস্কের রাষ্ট্রীয় সংবামাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বুধবার সতর্ক করে বলেন, ‘গাজা উপত্যকায় পৌঁছানো সীমিত এই সাহায্য ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখোমুখি শিশুদের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয়।‘

তিনি বলেন,’গাজায় শিশুরা এখনও নিহত, আহত এবং সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। জীবন রক্ষাকারী উপকরণ নিয়ে যে কয়েকটি ট্রাক প্রবেশ করেছে তা পর্যাপ্ত নয় এবং এখনও সেগুলো মানুষের কাছে পৌঁছাতে পারেনি।‘
ছিটমহলে দ্রুত সরবরাহ কমে যাওয়ার উপর জোর দিয়ে ইউনিসেফ প্রধান বলেন,’গাজার ভেতরে আমাদের সরবরাহ শেষ হয়ে যাচ্ছে, এবং আমাদের সময়ও শেষ হয়ে আসছে।’
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকের মতে, ছিটমহলে প্রবেশকারী কোনও মানবিক সরবরাহ করিম শালোমের লোডিং এলাকা থেকে বিতরণের জন্য বের হতে পারেনি কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ কেবল একটি ‘অত্যন্ত ঘনবসতিপূর্ণ’ এবং ‘নিরাপদ’ পথ দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল।

সর্বাধিক পঠিত