শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ডাকাতি অস্ত্র ও ছিনতাইকারী সহ বহু মামলার আসামি ‘বুলেট’ আটক

কক্সবাজার সদর থানাধীন দক্ষিন রুমালিয়ারছড়া এলাকার চাঞ্চল্যকর ছিনতাইকারী, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র’সহ ০৭টির অধিক মামলার আসামি মো: শাহিন `বুলেট’কে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার বিলকিস মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫

১। র‌্যাব-১৫, কক্সবাজার তার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দায়িত্বপূর্ণ এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব -১৫।

২। কক্সবাজার জেলাটি পর্যটন নগরী হওয়ায় বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হওয়ার খবর গণমাধ্যমে প্রায়শই প্রকাশিত হচ্ছে। তাছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের অন্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান সম্পদ ছিনতাই ও ডাকাতির ফলে পর্যটকরা সবসময় আতংকে থাকে। এই পরিস্থিতিতে পর্যটন নগরীতে আগত দেশী-বিদেশী পর্যটক এবং স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের অস্ত্রের যোগানের উৎস ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা নির্মূলে র‌্যাবের অনুসন্ধান ও অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ মে ২০২৫ খ্রিঃ রাতে র‌্যাব-১৫ সিপিএসসি এর চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন বিলকিস মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আঞ্চলিক পর্যায়ের চাঞ্চল্যকর অপরাধী অস্ত্র, ডাকাতি, ছিনতাই মামলা’সহ ০৭টির অধিক মামলার আসামি মোঃ শাহিন প্রকাশ বুলেট’কে ০১টি বাটন ফোন’সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত আসামীর নাম ও পরিচয়:

ক) মোঃ শাহিন প্রকাশ বুলেট (২৭), পিতা- মোঃ হানিফ, সাং-টেকনাইফ্যা পাহাড়, দক্ষিণ রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

—–স্বাক্ষরিত—–
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার)
পক্ষে অধিনায়ক

সর্বাধিক পঠিত