শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

কক্সবাজার সৈকতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 
কক্সবাজারের সায়মন বীচ পয়েন্টে গোসলে নেমে একসঙ্গে স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। আজ (রবিবার) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
নিহতরা হলেন রাজশাহীর বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা ঘুরতে কক্সবাজারে এসেছিলেন।
জানা যায়, গোসল করার সময় স্রোতের টানে তারা ভেসে যাচ্ছিলেন। এ সময় সৈকতে দায়িত্বরত সিসিএফ লাইফগার্ড দলের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
লাইফগার্ড দলের সিনিয়র সদস্য সাইফুল্লাহ সিফাত জানান, হাসপাতালে পৌঁছানোর পর তারা অতিরিক্ত রক্তবমি করেন এবং শেষ পর্যন্ত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, কক্সবাজারে পর্যটকদের মৃত্যু আরও একটি দুঃখজনক চিত্র তুলে ধরেছে। এর আগে গতকালও এক পর্যটক ও বাহারছড়ার নুরুজ্জামান নামের এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা জোরদার ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

সর্বাধিক পঠিত