উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ১০টায় মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। নতুন কমিটিতে পি এম মোবারক সভাপতি ও নোমান মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
‘অসহায়ের মুখে হাসি ফুটাবো’ স্লোগানে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ এবং সাংগঠনিক লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াসিন সিকদার। তিনি বলেন, এটি শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং সমাজের প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করার একটি সুযোগ। আমরা বিশ্বাস করি, নবীন নেতৃত্ব আমাদের সংগঠনের মূল লক্ষ্যকে আরো শক্তভাবে বাস্তবায়ন করবে।
হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটিতে পি এম মোবারক সভাপতি, ফারুক আল ফারাবী, শহিদুল ইসলাম সাগর, শাহরিয়ার হোসেন সামির সহ-সভাপতি, নোমান মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম বাবু, আল জাবের আকিব, ইয়াচিন আরাফাত সহ- সাধারণ সম্পাদক, সায়েদ মোবারক সাংগঠনিক সম্পাদক, সায়েদুল আমিন সহ-সাংগঠনিক সম্পাদক, ওমর ফারুক দপ্তর সম্পাদক, মেহেদি হাসান অর্থ সম্পাদক, শাহরিয়ার তানভীর রিফাত সহ অর্থ সম্পাদক, ইমতিয়াজ ইরফাত সামি প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবুল কাশেম শাকিব ক্রীড়া সম্পাদক, রায়হান আশরাফ মাজেদ সহ-ক্রীড়া সম্পাদক, তারেকুল ইসলাম (বাপ্পি) ত্রাণ ও দুর্যোগ সম্পাদক, মোহাম্মদ সোহেল উন্নয়ন সম্পাদক, উবায়েদ উল্লাহ শুভ সহ উন্নয়ন সম্পাদক, তাসনীম জাহান চৌধুরী শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক, রহিম উল্লাহ বাবু ধর্ম বিষয়ক সম্পাদক, সায়মা মালেক মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, হালিমা আক্তার সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, সায়েদ উর রহমান সাকিব সাংস্কৃতিক সম্পাদক, সৈয়দা আফিয়া আলম নিহা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক, মুনিরুল হক রাফি সহ-গ্রন্থাগার বিষয়ক সম্পাদক, হুমায়রা বেগম সমাজ সেবা সম্পাদক এবং আলী হাসান মুহাম্মদ মিজান, তাওসিফ, সোহেল আহমেদ হুবাইবকে কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, হাসিঘর ফাউন্ডেশন হলো শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের নেতৃত্বে কাজ করছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। সংগঠনে যুক্ত থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যমেই হাসিঘর ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
অসহায়ের মুখে হাসি ফুটাবো, স্লোগানকে বুকে ধারণ করে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত,গরীব ও ভবঘুরে মানুষের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে কক্সবাজারের উখিয়ায় ২০২১ সালে প্রতিষ্ঠালাভ করে এ সংগঠন। এরপর থেকে উখিয়ার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।