
নিজস্ব প্রতিবেদক
গেলো ১৬ ই মে পূর্ণতার কাছাকাছি উল্লেখ করে পোস্ট আজ ১৬ই জুন রুপ নিলো অপূর্ণতায়। মাত্র ১০ দিন আগে হয়েছিল বাগদান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই লাল বেনারশি পরে কনের সাজে আসার কথা ছিল তার। কিন্তু নিয়তি যেন নির্মম পরিহাস করলো লাল শাড়ির বদলে শরীর জড়ালো সাদা কাফন।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো রিমঝিম বড়ুয়ার মৃত্যু শুধু একটি পরিবারকেই ভেঙে দেয়নি, ছিন্নভিন্ন করে দিয়েছে একটি প্রেম, একটি ভবিষ্যৎ। আর সেই হৃদয়বিদারক ব্যথা প্রকাশ করেছেন তার বাগদত্ত প্রেমিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা একটি পোস্টে, যা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে হাজারো মানুষের টাইমলাইনে।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ফেসবুকে নিজের প্রিয়তমাকে স্মরণ করে তিনি লেখেন:
ভালো থেকো প্রিয়তমা
নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিলো, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না।লাল বেনারশি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও, সাদা কাফন নামক কাপড়টাই শেষ সময়ে পড়তে হলো। কতো আশা, আকাঙ্খা সব একটি এক্সিডেন্টে তছনছ করে দিলো। এমন একটা দিন যায়নি, যেদিন তোমার সাথে কথা বলিনি। আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে? আর আমি বা জীবন কিভাবে পার করবো, ভেবেছিলে?”
স্ট্যাটাসটির শেষ লাইনে তিনি সবাইকে অনুরোধ করেছেন তার ভালোবাসার মানুষটির জন্য আশীর্বাদ জানাতে।
এই আবেগঘন লেখা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। শত মানুষ পোস্ট ও কমেন্টে জানিয়েছেন তাদের সমবেদনা। কেউ লিখেছেন“এটা কেবল একটি স্ট্যাটাস নয়, একটি প্রেমের কবর”, কেউবা লিখেছেন, “ভালোবাসা মৃত্যুর পরেও কথা বলে”।
রিমঝিম ছিলেন একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন, বয়স মাত্র ২২। নিজের পরিবারকে ঘিরে নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন। তার মৃত্যুতে স্বজনদের আহাজারি ছাপিয়ে এখন কাঁদছে সামাজিক মাধ্যমও।
এই দুর্ঘটনা শুধু একটি প্রাণের অবসান নয় একটি স্বপ্নের মৃত্যু।