সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মেহেদী হাসান মেহের, ব্রাহ্মণবাড়িয়া 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার কংগ্রেস, যা বাস্তবায়িত হচ্ছে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়। এ আয়োজনের উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা কৃ‌ষি সম্প্রসারণ অধিদফত‌রের উপপ‌রিচালক ড. মোস্তফা এমরান হো‌সেন এবং সভাপ‌তিত্ব ক‌রেন বাঞ্ছারামপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ফের‌দৌস আরা।
বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মো. ময়নুল হক সরকার, অতিরিক্ত উপপ‌রিচালক (শস্য), কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবা‌ড়িয়া ও পার্টনার প্রক‌ল্পের কু‌মিল্লা অঞ্চ‌লের আঞ্চ‌লিক ম‌নিট‌রিং‌ অফিসার কৃ‌ষি‌বিদ সা‌রোয়ার জামান অনুষ্ঠা‌নে প্রোগ্রা‌মের মূল প্রবন্ধ ও কার্যক্রম উপস্থাপন ক‌রেন উপ‌জেলা কৃ‌ষি অফিসার মো. না‌সির উ‌দ্দিন।
প্রোগ্রা‌মে সেশন প‌রিচালনা ক‌রেন সুষময় ভৌ‌মিক, কৃ‌ষি সম্প্রসারণ অফিসার, বাঞ্ছারামপুর ও সমবায় অফিসা‌রের প্রতি‌নি‌ধি সহকারী প‌রিদর্শক সা‌বিহা সুলতানা। অন্যান্য অতি‌থি‌দের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অফিসার ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, উপ‌জেলা মৎস্য অফিসার সাঈদা আক্তার। দিনব্যাপী প্রোগ্রা‌মে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা পল্লী উন্নয়ন অফিসার ফারুক ই আজম, জনস্বাস্থ্য প্রকৌশলী সিয়াম আহ‌ম্মেদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লা‌বের সভাপ‌তি মো. না‌ছির উ‌দ্দিন, সহসভাপতি ফয়সল আহমেদ খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ ছাড়া বি‌ভিন্ন ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যন/প্যা‌নেল চেয়ারম্যানবৃন্দ, সাংবা‌দিকবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতি‌নি‌ধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, উদ্যোক্তা কৃষকগণ, পার্টনার স্কু‌লের কৃষক ও অন্যান্য কৃষকগণ। অনুষ্ঠা‌নে পার্টনার প্রক‌ল্পের প‌রি‌চিতি, লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম, পার্টনার পিএফএ‌স সেবা‌ কে‌ন্দ্রের কার্যক্রম ও করনীয়, আয়বর্ধণমূলক কর্মকাণ্ড, উত্তম কৃ‌ষি চর্চা, বাঞ্ছরামপুর উপ‌জেলায় পার্টনার প্রোগ্রা‌মের কার্যক্রম ও ভ‌বিষ্যৎ নি‌য়ে আলোচনা ও উপ‌স্থিত অংশগ্রহণকারীদের সঙ্গে মতবি‌নিময় করা হয়।
বক্তারা তাদের আলোচনায় বলেন, কৃষি খাতকে আরো স্বনির্ভর করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহারের পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। এতে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে তারা মতপ্রকাশ করেন।
ইউএনও ফেরদৌস আরা বলেন, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সচেতন করে তুলতে পারলেই টেকসই কৃষি গড়ে তোলা সম্ভব।

সর্বাধিক পঠিত