রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

পেকুয়া নূর আয়েশা খাঁন ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি – মিলন মেলা ও বৃক্ষ বিতরণ

এস এম জুবাইদ, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় নূর আয়েশা খাঁন ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১১ বছর পদার্পণ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে  সোমবার সকাল ১১টায় ফাঁশিয়াখালী আইডিয়াল স্কুল এন্ড কলেজের নানান কর্মসূচির মাধ্যমে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাঈল খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ঈশা, প্রধান বক্তার বক্তব্য দেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিয়াদুল ইসলাম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা এম দিদারুল করিম, উপদেষ্টা রিয়াদ ইসলাম, উপদেষ্টা এফ এম সুমন, ফাউন্ডেশনের উপ প্রধান সমম্বয়ক এম আমজাদ হোসাইন, বারবাকিয়া মানব কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দীন প্রমূখ।
মোহাম্মদ শোয়াইব ও তাজবিদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকদের মাঝে ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষা, সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

সর্বাধিক পঠিত