
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউপির বেলতলী পাড়ার অসহায় বরেন্দ্র লাল ত্রিপুরার বাসস্থান পরিদর্শন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
অসহায় পরিবারটির খবর পেয়ে ২৫ জানুয়ারি (শনিবার) দুপুরে পরিদর্শনে যান তিনি। এ সময় অসহায় বরেন্দ্র লাল ত্রিপুরার অসহনীয় জীবনযাপন ও বসতঘর দেখে নগদ ১০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন এবং একটি বসতঘর করে দেয়ার আশ্বাস দেন।
বরেন্দ্র লাল ত্রিপুরা জানান, অভাবের কারণে জমিজমা বিক্রি করে এতোদিন সংসার চালিয়ে আসছেন তিনি। বর্তমানে ২০ শতক খাস জমিতে কোনোরকম ভাঙা ও নিম্ন মানের ঝুকিপূর্ণ একটি ঘরে স্ত্রী প্রভাতী বালা ত্রিপুরাকে নিয়ে বসবাস করছেন তিনি৷ সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার থেকে আর্থিক সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন বরেন্দ্র লাল ত্রিপুরা এবং ঘর দেয়ার প্রতিশ্রুতিতে অনেক আনন্দিত তিনি।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান জানান, স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বরেন্দ্র লাল ত্রিপুরার অসহনীয় জীবনযাপনের কথা জানতে পেরে পরিদর্শনে যান এবং তার পরিবার ও বাসস্থানের অসহনীয় অবস্থা দেখে নগদ ১০হাজার টাকা অনুদান প্রদান করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে একটি বসতঘর করে দেয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি), উপ-অধিনায়ক মেজর সিদ্দিকুর ইসলাম (পিএসসি), খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান (পিএসসি), খাগড়াছড়ি রিজিয়নের ভারপ্রাপ্ত জিএসও-২ ক্যাপ্টেন মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান রিজিয়নের সার্বিক সহযোগিতায় ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদেন উদ্যোগে আয়োজিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অসহায়দের জন্য ১টাকার বাজার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।