শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

আপনার সহানুভূতি ও সাহায্য বাঁচাতে পারে জাহেদুলের জীবন

জাহেদুল ইসলাম (২৮) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সম্প্রতি তার শরীরে ধরা পড়েছে লিউকেমিয়া (Leukemia) – নামের এক ধরণের ব্লাড ক্যান্সার। বর্তমানে তিনি ঢাকার সিএমএইচ (CMH) হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখা এই যুবক হঠাৎ জানতে পারে, তার রক্তের কোষে মরণব্যাধি বাসা বেঁধেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, জাহেদুলের জীবন রক্ষার জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত কেমোথেরাপি, ওষুধ এবং প্রয়োজন হতে পারে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য মোট খরচ প্রায় ২৫ লক্ষ টাকারও বেশি।

”একজন সাধারণ পরিবারের সদস্য হিসেবে এত বড় অঙ্কের চিকিৎসা খরচ একা বহন করা সম্ভব নয়।”

সম্ভাবনা ও স্বপ্নময় একটি জীবন বাঁচাতে আপনার উদার হস্ত প্রসারিত করার আকুল আবেদন জানাচ্ছি।

যোগাযোগ:
শোয়েব মুহাম্মাদ রাহাত- 01976309930 (বিকাশ, নগদ)
জাহেদুল ইসলাম- 01317456298 (বিকাশ, নগদ)

সর্বাধিক পঠিত