
চিটাগং ট্রিবিউন ডেস্ক
টেকনাফের বিএনপি নেতা এমদাদ হত্যাকান্ডে ১০ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার নিহত এমদাদের ছোটো ভাই শামসুল আলম বাদী হয়ে টেকনাফ থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামী করা হয় টেকনাফ পৌরসভার ৭ নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কামাল হোছেনের ছেলে আব্দুর রহমানকে। মামলায় আব্দুর রহমানের ভাই মো: ইসমাইল,একই এলাকার মৃত আব্দুস সালামের পুত্র কামাল হোছেন ও নুরুল ইসলামকেও আসামী করা হয়েছে। এজাহার নামীয় ১০ জন জনের পাশাপাশি ৩/৪ জন অজ্ঞাত নামা আসামী রয়েছে মামলায়।
গেলো বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় বাড়ী ফেরার পথে গতিরোধ করে দা দিয়ে কুপানোর এক পর্যায়ে গলা কেটে হত্যা করা হয় এমদাদ কে। নিহত এমদাদ টেকনাফ পৌরসভার ৭ নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়ার মৃত আলী হোছেনের ছেলে এবং ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক।
এ ঘটনায় এ পর্যন্ত কামাল হোছেন ও নুরুল ইসলাম নামের ২ আসামী কে আটক করেছে পুলিশ। আটককৃত দুজনই একই এলাকার মৃত আব্দুস সালামের পুত্র বলে জানা গেছে।
মামলার বাদী শামসুল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। তিনি নিজেও নিরাপত্তা নিয়ে শংকিত বলে জানান।
অন্যদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোঃ নাজমুন নূর জানান, ইতোমধ্যে ২ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে, বাকী আসামীদেরও আইনের আওতায় আনা হবে।