শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

বশিরুজ্জামান, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন যাত্রী গুরুতর আহতসহ নিহত হয়েছেন একজন। নিহত ব্যক্তি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বধাইয়া পাড়া গ্রামের আবু তাহেরের পুত্র বলে জানা গেছে।
আজ শনিবার (১৪ জুন) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্টেশনের অদূরে ঈদগাহ্ কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, কক্সবাজারগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঈদগাঁওমুখি একটি যাত্রীবাহী সিএনজি ঈদগাহ কলেজ গেইট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আহত চারজনের মধ্যে একরাম হচ্ছে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল কালামের পুত্র, মিজান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা, মারুফ হাসান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জসিম উদ্দিনের পুত্র ও অপর এক আহতের পরিচয় জানা যায়নি। রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান জানান, যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত