শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

টেকনাফে অভিযানে ৭০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

 

১। র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে অদ্য ২৩ মে ২০২৫ তারিখ রাতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ও একটি বাটন ফোনসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-

ক) ছেনুয়ারা বেগম (৪৮), স্বামী-শামসুল আলম প্রকাশ শুক্কুর, মাতা-ছুরা খাতুন, সাং-পশ্চিম সাগর পাড়ে, মুন্ডার ডেইল, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

৩। গ্রেফতারকৃত মাদকারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত