শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

কলাউজান সুখছড়ি উচ্চ বিদ্যাপীঠের কমিটি গঠন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

লোহাগাড়া উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে লোহাগাড়ার কৃতি সন্তান কক্সবাজারের ব্যবসায়ী সাংবাদিক আব্দুর রহমানকে সভাপতি করা হয়।

৪ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের এর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলীও স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন করা হয়।

এতে উল্লেখ করা হয় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত করা সভাপতি আব্দুর রহমান, বদিউল আলমকে জেলা শিক্ষা অফিসার কর্তৃক সদস্য মনোনীত করা হয়, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত করা হয় এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক সদস্য সচিব হিসাবে মনোনীত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, এডহক কমিটি গঠনের পরবর্তী ছয় মাসের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।

সর্বাধিক পঠিত