ঘুমধুমে ৩৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা সহ আটক ১ রোহিঙ্গা

কফিল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি
কক্সবাজার জেলার কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন রোহিঙ্গা আসামী আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানটি পরিচালিত হয় ২৫ সেপ্টেম্বর রাত ০২০০ ঘটিকায়। গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করতঃ বাংলাদেশের দিকে আগমনের প্রাক্কালে বিজিবি সদস্যরা তাদেরকে আটকানোর চেষ্টা করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ০১ জন রোহিঙ্গা আসামী মোঃ আলম (৩০), পিতা-মোঃ নুরুল হক, এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১’কে আটক করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি করে মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন।
লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, “পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।