শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত চক্রের পতন, সাহসী অভিযানে পুলিশের এক লক্ষ টাকার পুরস্কার

চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া মহাসড়কে সংঘটিত চাঞ্চল্যকর খুন ও ডাকাতি মামলার মূল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করেছে পুলিশ।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার–এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানকে আলামতসহ আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আদালতে দেওয়া জবানবন্দীর সূত্র ধরে বাকি দুই আসামিকেও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ ও নিপুণ তৎপরতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম টিমের মনোবল ও কর্মউৎসাহ বাড়াতে নগদ এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন।
রবিবার কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফউদ্দীন শাহীন আনুষ্ঠানিকভাবে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের হাতে আইজিপি প্রদত্ত এই নগদ অর্থ তুলে দেন।
পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে এ ধরনের সফল অভিযান পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াবে। টিমের প্রত্যেক সদস্য এ সাফল্যের প্রকৃত নায়ক।”
চকরিয়া থানার এই অর্জনে কক্সবাজার জেলা পুলিশ পুরো টিমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতেও অপরাধ দমনে এমন চৌকস ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে।

সর্বাধিক পঠিত