চকরিয়ায় শয়তানের নিশ্বাসে কাবু করে অটোরিকশা ছিনতাই

রাজু দাশ ,চকরিয়া
কক্সবাজার জেলার চকরিয়ায় যাত্রী সেজে ড্রাক (স্কোপোলামিন) শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে চালককে অজ্ঞান করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার বিকেল চারটার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা মাতামুহুরী ব্রীজ (সেতু) পাশে এই ঘটনা ঘটে।
আহত অটোরিকশা চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
অটোরিকশা চালক গিয়াস উদ্দিন (৩৫) উপজেলার পূর্ব বড় ভেওলা ২ নম্বর ওয়ার্ড পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত শামশুর আলমের ছেলে।
অটোরিকশা চালক গিয়াস উদ্দিনের চাচী হুমায়ূরা বেগম জানান, প্রতিদিনের মত সকাল ৯টায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন গিয়াসউদ্দিন। দুপুর বেলায় বাড়িতে ভাত খেয়ে আনুমানিক ২টার সময় অটোরিকশা নিয়ে চিরিংগা উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। পরে বিকেল ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে চলে যায়। পর স্থানীয় লোকজন মাটিতে গিয়াসউদ্দিন পরে থাকতে দেখলে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গিয়াসউদ্দিনের ছিনতাই হওয়ার কারনে পরিবারের সদস্যরা ভেঙে পরেছেন। এখন সংসার কিভাবে চলবে! আর ছেলের পড়াশোনার খরচ কিভাবে জোগার করবে!
তিনি আরও জানান, গিয়াস উদ্দিনের বাবা দেড় মাস আগে মারা যান। পরিবারের হাল ধরতে এক মাস আগে কিস্তিতে দুই লাখ টাকা দিয়ে একটি নতুন ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) কিনে বদরখালী- চিরিংগা যাত্রী বহন করছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ধর্ম উপদেষ্টা আসছে সেখানে প্রটোকলে আছি। এ ঘটনা আমার জানা নেই।