চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: মারসা–নোহা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আনাছুল হক
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি এলাকায় যাত্রীবাহী মারছা বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে ফাঁসিয়াখালী হাঁসেরদীঘি সেনা ক্যাম্পের পাশে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজন নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন ১২ বছরের মেয়ে শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি মারছা বাস দ্রুতগতিতে আসার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।