শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংঘর্ষ

চবি প্রতিনিধি- মাজহারুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ছাত্রদলের আয়োজিত নৈশভোজকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছাত্রদলের একজন কর্মী আহত হওয়ার দাবি করেছেন সংগঠনের নেতারা।

জানা গেছে, রাত ১০টা ৩০ মিনিটে শাহজালাল হলে ছাত্রদল প্রীতিভোজের আয়োজন শুরু করলে হলের গেটে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা “বহিরাগতদের আগমন মানি না, মানবো না” এবং “লেজুরবৃত্তিক রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না” স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন ও নাজমুল হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এরই মধ্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল গালিব বলেন,“তারা বিশ্ববিদ্যালয়ের হলে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের আয়োজন করেছে, যা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা কখনোই মেনে নিতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এ বিষয়ে জবাব দিতে হবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন,“আমরা প্রভোস্টের অনুমতি নিয়ে নৈশভোজের আয়োজন করেছি। কিন্তু কিছু সন্ত্রাসী আমাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়েছে। তারা আমাদের বহিরাগত বলে অপমান করেছে এবং হামলা চালিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন,“বিগত সময়ে ঘটে যাওয়া অনেক হামলার তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ করেনি। আমরা তদন্তের নামে এসব প্রহসন আর মানব না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন,“ছাত্রদল প্রভোস্টের অনুমতি নিয়ে তাদের নৈশভোজের আয়োজন করেছে। তোমাদের (বিক্ষোভকারীদের) যদি কোনো সমস্যা থাকে, তাহলে রবিবার প্রভোস্টের সাথে বসে সমাধানের চেষ্টা করতে পারো।”

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

সর্বাধিক পঠিত