চবিতে শুরু হল আন্ত:অনুষদ দাবা প্রতিযোগিতা

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হতে যাচ্ছে ‘চেস ফেস্ট ২০২৫’ এর ফ্যাকাল্টি এডিশন। আগামী ২২ ও ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা ও স্পোর্টস সাইন্স বিভাগে এ প্রতিযোগিতা আয়োজন করছে চবি চেস ক্লাব।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৬০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। প্রথম দিনে (২২ জুলাই) আইন, কলা ও মানববিদ্যা, সমাজবিজ্ঞান, মেরিন সাইন্সেস এবং জীববিজ্ঞানের প্রতিযোগীরা অংশ নেবেন। এবং শেষ দিনে থাকবেন ব্যবসা শিক্ষা, বিজ্ঞান, শিক্ষা এবং ইঞ্জেনিয়ারিং অনুষদের দাবাড়ুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শারিরীক শিক্ষা ও স্পোর্টস সাইন্স বিভাগের সভাপতি ড. এন এম সাজ্জাদুল হক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান এবং সাবেক পরিচালক আনিসুল আলম। এতে সভাপতিত্ব করবেন চবি চেস ক্লাবের সভাপতি তানজিলা তুর নুর।