শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

চার শতাধিক পাহাড়ী-বাঙ্গালী মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন

 

এস মহাসিন মিয়া, খাগড়াছড়ি 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউপির চার শতাধিক পাহাড়ী-বাঙ্গালী বিভিন্ন বয়সের মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষুধ দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা সেনা জোন।

বৃহস্পতিবার উপজেলার বাবুছড়া ইউপির বাবুছড়া মুখ উচ্চবিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় রোগী দেখেন দীঘিনালা সেনা জোনের (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার সময় বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত