শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এর বার্ষিক সাধারণ সভা গত ০৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬:০০ টায় চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় সিইউডিএস এর ২৬তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে রাজিউর রহমান আরিফকে সভাপতি এবং রায়হান আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আহেলী আযমান, সহ-সভাপতি আবদুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি সাদেকু মুজতবা মাহি, যুগ্ম সম্পাদক রাতুল শেখ, সাংগঠনিক সম্পাদক জিহাদ আলী, অর্থ সম্পাদক ওয়াসিফ আর রাহমান, রিসার্চ এন্ড ডেভেলোপমেন্ট সেক্রেটারি শ্রাবস্তী তালুকদার, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি শৈহাইনু মার্মা, ক্যাম্পাস  অ্যাফায়ার্স সেক্রেটারি আফিফা নাওরিন সামিহা, অফিস এন্ড লজিস্টিক সেক্রেটারি সিফাতুর রহমান, বাংলা বিতর্ক সম্পাদক ঐন্দ্রিলা বড়ুয়া, ইংরেজি বিতর্ক সম্পাদক অরিজিৎ বড়ুয়া, ব্রান্ডিং এন্ড অনলাইন অ্যাফায়ার্স সেক্রেটারি দুররিয়াতুন-নূর চৌধুরী, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি ইসরাত জাহান স্মৃতি, এসোসিয়েট রিসার্চ এন্ড ডেভেলোপমেন্ট সেক্রেটারি নওসীন তাবাসসুম যূঁথী, এসোসিয়েট মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি আজমাইন রশীদ ইনান এবং এসোসিয়েট অফিস এন্ড লজিস্টিক সেক্রেটারি মারুফ হোসেন।

২৬তম কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর এবং ২৫তম কমিটির এই বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নব নিযুক্ত সহ সভাপতি আহেলী আযমান ও বাংলা ডিবেট সেক্রেটারি ঐন্দ্রিলা বড়ুয়া। সভায় গত এক বছরে সংগঠনের বিতর্ক সম্বন্ধীয় সকল সাফল্য, কার্যক্রম ও সাংগঠনিক অর্জনসমূহ জনসমক্ষে তুলে ধরা হয় এবং অনুষ্ঠানে বিদায়ী ২৫তম কমিটির প্রেসিডেন্ট ব্যাচ ও অন্যান্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত