শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

জামায়েত আমির-এর আগমন উপলক্ষে উখিয়া উপজেলায় মটর সাইকেল শোডাউন। 

ওবাইদুল ইসলাম – উখিয়া উপজেলা প্রতিনিধি।

আগামী ৮ই‌ ফেব্রুয়ারি ‘কক্সবাজার সরকারি কলেজ’ মাঠ প্রাঙ্গনে কর্মী সম্মেলনে যোগদান করবেন আমিরে জামায়াত। সেই উপলক্ষে বৃহৎ উখিয়া উপজেলায় মটর সাইকেল শোডাউন করেন জামাতের দায়িত্বশীল ও কর্মীরা।

আজ জুমাবার (৩১ জানুয়ারি) মরিচ্যা বাজারের লাল ব্রীজ হয়ে উখিয়া উপজেলায় মাওলানা আবুল ফজল সাহেব-এর নেতৃত্বে এই মটর সাইকেল শোডাউন করা হয়।

উখিয়ায় প্রবেশের পর, উপজেলা আমির বলেন – আমিরে জামায়েতের কক্সবাজার আগমন আমাদের জন্য ভাগ্যের বিষয়। তাঁর আগমনে হাজারো নেতা-কর্মী উখিয়া উপজেলা থেকে কক্সবাজার যাবেন।

তিনি আরও বলেন , গত ১৫ বছর বাংলাদেশ জামায়াত ইসলামি সবচেয়ে নির্যাতিত হয়েছে । কথা বলার অধিকার পাই নাই,জেল জুলুম শিকার হয়েছেন।

এছাড়াও মটর সাইকেল শোডাউন আরো উপস্থিত ছিলেন, উপজেলা /ইউনিয়ন ও ওয়ার্ড-এর শত শত দায়িত্বশীল এবং নেতা কর্মীরা ।

সর্বাধিক পঠিত