শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

জুলাই’র শেষ দিকে নামছে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
জুলাই মাসের শেষ দিকে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ জুন) সম্প্রসারিত রানওয়ে, নির্মাণাধীন টার্মিনাল ভবন ও রানওয়ের লাইটিং সিস্টেম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে তিনি নির্দেশ দেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত একটি তথ্য অধিকার বিষয়ক কর্মশালারও উদ্বোধন করেন।
বিমানবন্দর সূত্র জানায়, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রায় এক দশক আগে প্রকল্প হাতে নেওয়া হয়। এতে রানওয়ে ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে সম্প্রসারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ ফুট রানওয়ে সাগরের পানির ওপর নির্মিত, যা দেশে প্রথমবারের মতো।
চলতি মাস জুনের মধ্যে নতুন টার্মিনালের নির্মাণ শেষ করার নির্দেশনা থাকলেও, সময়মতো কাজ শেষ না হলে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ইমিগ্রেশন, কাস্টমসসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বেবিচক।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৯৪ কোটি ৩১ লাখ টাকা, যা সম্পূর্ণ অর্থায়ন করছে বেবিচক।

সর্বাধিক পঠিত