
মোহাম্মদ তোফাইল, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে সদর তুলাতুলী নৌঘাট সংলগ্ন এলাকায় মাদক পাচারকারী ও কোস্টগার্ডের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
রোববার গভীর রাতে হওয়া এ গোলাগোগুলিতে গুলিবিদ্ধ হয়েছে এক পাচারকারী। এ ঘটনায় গুলিবিদ্ধ পাচারকারীসহ তিনজনকে আটক করে কোস্ট গার্ড।ঐ ঘটনায় আবু তাহের নামে একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গোলা ও ৩০ হাজার পিস ইয়াবা।
আটককৃত জেলেরা হলেন, মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০)। তারা সকলেই কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে কোস্টগার্ড তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। ওই সময় নৌকাটিতে থাকা পাচারকারীরা গতি বাড়িয়ে কোস্টগার্ডের দিকে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় আব্দুল শক্কুর (৪০) নামের একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়।
কোস্টগার্ডের আভিযানিক দল ঘণ্টাব্যাপী নৌকাটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা ও ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌকাটি ধাওয়া করার সময় চার পাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুলিবিদ্ধ পাচারকারীর চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
জব্দকৃত মাদকসহ আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
এই বিষয়ে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান,স্থানীয় সূত্রে জেনেছি, গোলাগুলির ঘটনাটি ঘটেছে,একজন গুলিবিদ্ধ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে, একজন নিখোঁজ রয়েছে বলে পরিবার সূত্রে জেনেছি।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান,সাগরে গোলাগুলির ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি।
এদিকে তুলাতুলি নৌঘাটের মাঝি কমিটির সভাপতি মোহাম্মদ হোছাইন বলেন,রাতে মাছ শিকারে সমুদ্র যাওয়ার পথে কোস্ট গার্ড গুলি চালায়,গুলিতে দুইজন আহত হয়,একজন আহত অবস্থায় কোস্ট গার্ডের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলেও আবু তাহের নামে একজন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ আবু তাহেরের স্ত্রী রফিকা বলেন,সবাইকে খুঁজে পাওয়া গেলেও আমার স্বামীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না,আমরা আমার স্বামীকে চাই।