শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

টেকনাফে শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমসহ গ্রেফতার ৩

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫) গ্রেফতার হয়েছেন। এসময় আরও দুজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ২৬ সেপ্টেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ) এর একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালায়। এসময় জাহাঙ্গীরকে আটক করা হলে তার নির্দেশে সহযোগীদের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী র‌্যাবের উপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা রাস্তা ব্যারিকেড দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে র‌্যাবের কয়েকজন সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে র‌্যাব জাহাঙ্গীরের দুই সহযোগী—রোহিঙ্গা ক্যাম্প নং-২৪ এর মো. ছালাম (১৮) ও কালামারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়ার মো. আনোয়ার হোসাইন (২৭)—কে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে ২টি লাঠি ও ভাঙা ইট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের উপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের উপর হামলার অভিযোগে নতুন মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত