শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ডাইনিং সিস্টেম পরিবর্তন করে ‘ইউনিক মেস’ চালু করতে চান হল প্রভোস্ট

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান আবাসিক হলের নবনিযুক্ত প্রভোস্ট ও হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেছেন, ‘আমি ডাইনিং সিস্টেম পরিবর্তন করে ‘মেস সিস্টেম’ চালু করতে চাই। যেখানে শিক্ষার্থীরা নিজেদের খাবার নিজেরাই খাবে। খাবারের মান নিজেররাই ঠিক করবে। এখন যেরকম খরচ হচ্ছে তাই খরচ হবে তবে মান বাড়ানোর জন্য ভর্তুকি শিক্ষার্থীদের হাতে তুলে দিব। তাদের নিজস্ব টোকেন ও বাটি থাকবে। তাদের মধ্য থেকে চক্রাকারে ২ জন শিক্ষার্থী মেস ম্যানজার থাকবে। বাবুর্চি প্রশাসন থেকে নিয়োগ দিবে অথবা কর্তৃপক্ষ ঠিক করবে।’

তিনি আরও বলেন, “২ জন করে শিক্ষার্থী দায়িত্ব নিলে তদারকির জন্য তাদের ফ্রি খাবারের ব্যবস্থা থাকতে পারে। এদিকে প্রশাসন থেকে ২ জন মালি দিতে পারে।”

সোমবার (১৯ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে ওই হলের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব পরিকল্পনা ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং অন্যান্য হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও হলের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত প্রভোস্ট বলেন, ‘জিয়া হলকে প্রশাসনের সহযোগিতায় একটি আধুনিক হলে পরিণত করতে চাই। শিক্ষার্থীরা জিয়া হল নিয়ে স্বপ্ন দেখে আমি সেটার যথাযথ বাস্তবায়ন করতে চাই৷ ‘ইউনিক মেস’ সিস্টেম চালু করবো যাতে ছাত্রদের দ্বারাই ডাইনিং সিস্টেম চলবে তাহলে ছাত্ররা কম খরচে পুষ্টিকর খাবার খেতে পারবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো হলে একটা এলামনাই এসোসিয়েশন গঠন করবো যাতে এলামনাইদের নিয়ে জিয়া হলের অভূতপূর্ব উন্নয়ন শুরু করা যায়। আমি অন্তত এই হল পরিবর্তন করে যাব।’

এসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে ব্যক্তিগত ফান্ড থেকে বিশেষ অনুদানের ঘোষণা, এক সপ্তাহের মধ্যে বাহিরে সুসজ্জিত লাইটিং ব্যবস্থার নির্দেশ, কনফারেন্স রুম তৈরি ও টিভি রুমে সুব্যবস্থার নির্দেশ, খাবারের মান আর রিডিং রুমে বিশেষ নজর রাখার নির্দেশ, প্রভোস্টকে সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকার অনুরোধ সহ হলের বর্ধিত অংশ হিসেবে ১০ তলা ভবনের রোডম্যাপ তৈরির ঘোষণা দিয়েছেন।

সর্বাধিক পঠিত