
রাজিন সালেহ
আগামীকাল শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ‘পেনোয়া’র কনসার্ট। ‘এ রুহের তলে, পেনোয়ার সাথে একটি সন্ধ্যা’ শিরোনামে এই কনসার্টটি আয়োজন করা হয়েছে বনানীর সাতোরি একাডেমি অব আর্ট-এ।
কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭ টায় এবং শেষ হবে রাত সাড়ে ৯টার দিকে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০, ৮০০ এবং শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা।
পেনোয়া ব্যান্ড গত বছর ফাগুনে ‘এ রুহের তলে’ অ্যালবাম দিয়ে তাদের সংগীত যাত্রা শুরু করে। অ্যালবামের ১৩টি গান ইতোমধ্যে স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত হয়েছে।
তাদের আরও ১৩টি গানের একটি নতুন অ্যালবামের কাজ চলছে, যা চলতি বছরেই মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন ব্যান্ড সদস্যরা।
সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে একটি বিশেষ সন্ধ্যা, যেখানে তাঁরা পেনোয়ার সৃজনশীল ও আবেগময় সংগীত উপভোগ করতে পারবেন সরাসরি পরিবেশনায়।