শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

তৃনমূলকে ঐক্যবদ্ধ ও গতিশীল লক্ষে রাজস্থলীতে বিএনপির সাংগঠনিক সভা

রাঙ্গামাটি,প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তৃনমূলের কার্যক্রমকে গতিশীল ও সক্রিয় করে তোলার লক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন দলীয় কোন্দল পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন।
​উপজেলা বিএনপির সভাপতি খলিলুরন রহমান শেখ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল , যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম এবং সাংগঠনিক সম্পাদক বানলু মিয়া সভায় বক্তব্য রাখেন।
​নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরে যাতে কোনো ধরণের বিভাজন বা অপ্রীতিকর পরিস্থিতি দ তৈরি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। সভায় সিদ্ধান্ত হয় যে, বিএনপি এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে ভোটের রাজনীতিতে দল সফলতার সঙ্গে এগিয়ে থাকতে পারে।
​বক্তারা বিশেষ করে সাংগঠনিক কাঠামোর গুরুত্ব তুলে ধরে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের প্রতিটি এলাকায় যেনো নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত হয়, সেদিকে কঠোর নজর রাখার নির্দেশ দেন। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে সকল স্তরের নেতৃবৃন্দকে সর্বাত্মক কাজ করার জন্য আহ্বান জানানো হয়।

সর্বাধিক পঠিত