সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

নাসিরনগরে নারী নেতৃত্বকে প্রাধান্য দিয়ে চাতলপাড় ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এই কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কনিকা আক্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেওয়ান নূসরাত।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে চাতলপাড় ডিগ্রী কলেজের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন পুষ্পা আক্তার নামে একজন নারী নেত্রী। সহ সভাপতি পদে আরো দুই নারী রয়েছেন, তারা হলেন যথাক্রমে আয়েশা সিদ্দিকা পান্না ও মুক্তা আক্তার।সিনিয়র যুগ্ম সম্পাদক তানভির মিয়া।যুগ্ম সাধারন সম্পাদকে পদেও নূসরাত জাহান তনু ও নাজনীন আক্তার নামে দুই নারী নেতৃত্বকে দেখা গেছে।সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছে মো. ইকবাল হোসেন নামে এক ছাত্রদল নেতা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক এবং সদস্য সচিব এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

জেলা ছাত্রদলের পক্ষে বলা হয়েছে দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি আজকের সময়ে সব থেকে অপরিহার্য বিষয়। ইতিহাস বারবার দেখিয়েছে যে নারী নেতৃত্ব সংকট কী ধরনের গভীর ও জটিল সংকট তৈরি করে। সংকট মোকাবিলার সুদূরপ্রসারী সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাতলপাড় ডিগ্রি কলেজে কমিটি ঘোষণা করেছে।

কলেজ সৃষ্টির পর থেকেই কখনো এই কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্ব সৃষ্টিতে কাজ করেনি। এবারই প্রথম সংগঠনে নেতৃত্ব দেওয়ার মানবিক গুণাবলি সংলিত নারী নেতৃত্বসহ সকল ধরনের যোগ্যতার সংমিশ্রণে কমিটি ঘোষণা করা হয়েছে।

সর্বাধিক পঠিত