শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

নাসিরনগরের ধরমন্ডলের কোনাগ্রামে মামলা-সংঘাতের জেরে রাস্তায় গাছ, চলাচলে ভোগান্তি

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের কোনাগ্রাম ৩নং ওয়ার্ডে দুই গোষ্ঠীর মামলা ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে গ্রামের একটি প্রাচীন চলাচলের রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আছে একটি গাছ। ফলে ওই রাস্তায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি মৃতদেহ বহন করাও সম্ভব হচ্ছে না, ফলে এলাকাবাসী চরম মানবিক সংকটে পড়েছেন।
অভিযোগকারীরা নোয়াব আলী, ইউপি সদস্য মিলন খা ও ওয়ারিশ মিয়া জানান, প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অন্যদিকে প্রতিপক্ষের সাবেক ইউপি সদস্য জাহিদ মিয়া ও জমশের মিয়া জানান, মামলা তুলে নেওয়ার শর্তে তারা গাছ সরাতে রাজি আছেন।
এ ঘটনায় দফায় দফায় সালিশ বৈঠক হলেও, উভয় পক্ষের লিখিত প্রতিশ্রুতি নেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। এতে যুগ যুগ ধরে ব্যবহৃত প্রাচীন রাস্তাটি আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, “এ বিষয়টি সম্পর্কে আমি অবগত। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। তবে অন্য একটি বিষয়ে সালিশ বৈঠকে ব্যস্ত থাকায় বিস্তারিত বলতে পারছি না।”
এলাকাবাসীর দাবি, চলাচলের অধিকার রক্ষা ও ভোগান্তি দূর করতে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

সর্বাধিক পঠিত