পার্বত্য ঘুমধুম বড়ুয়া পাড়ায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

চিটাগং ট্রিবিউন ডেস্ক
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সৎ ভাইয়ের হাতে সোহেল বড়ুয়া নামে এক যুবক খুন হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিহত সোহেল বড়ুয়া (২৭) বড়ুয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের শিলখালী বড়ুয়াপাড়া/পাহাড়পারা এলাকার রাধাকান্ত বড়ুয়ার ছেলে।এছাড়া ঘাতক সুপন বড়ুয়া সোহেল বড়ুয়ার সৎ ভাই বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল বলেন রাত আনুমানিক নয়টার দিকে পারিবারিক কলহের জের ধরে সৎভাই সোহেল বড়ুয়াকে ছুরিকাঘাত করে সুপন বড়ুয়া।তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ঘাতক সুপন বড়ুয়াকে আটক করতে সক্ষম হয়। এছাড়া সোহেল বড়ুয়া গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এছাড়া অভিযুক্ত সুপন বড়ুয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায়।
এদিকে নিহত সোহেল বড়ুয়ার পরিবার ও স্থানীয়দের মতে,বুধবার সকালে ঘাতক সুপন বড়ুয়া তার সৎমায়ের সাথে খাবার নিয়ে ঝগড়া দেন।পরে সৎ মাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যায়।কিন্তু সন্ধ্যায় নিহত সোহেল বড়ুয়া বাড়িতে আসলে মারধরের বিষয়টি তার মা তাকে খুলে বলে।একপর্যায়ে সোহেল বড়ুয়া তার সৎভাই এলাকার একটি দোকানে মানুষের সামনে সুপন বড়ুয়াকে মারধর করলে পরে এলাকাবাসী এসে বিষয়টি মীমাংসা করে দেন।কিন্তু ছোট ভাইয়ের মারধরের বিষয়টি মেনে নিতে না পেরে সে ক্ষোভে কিছুক্ষণ পর এসে একটি ছুটি নিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করে সোহেল বড়ুয়াকে।এতে সে মাটিয়ে লুটিয়ে পড়ে।পরে এলাকাবাসী এসে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।এদিকে ঘটনাস্থল থেকে ঘাতক সুপন বড়ুয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।