শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

‘পুতুলের বিয়ে’ নাটক মঞ্চস্থ করল ইবি থিয়েটার

 

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (ল্যাব) গাউছুল আজম রচিত ‘পুতুলের বিয়ে’ নাটক প্রদর্শনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় থিয়েটার।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাংলামঞ্চে এ রম্য নাটকটি মঞ্চস্থ করে সংগঠনটি। নির্দেশনায় ছিলেন সাইফুন্নাহার লাকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সংগঠনটির থিয়েটারকর্মী ফারাবি, আশিক, বন্যা, সঙ্গীত, প্রণয় এবং ঐশী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান। এছাড়াও সার্বিক পরামর্শে ছিলেন সংগঠনটির উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুজ্জামান।

সংগঠনের দপ্তর সম্পাদক সাইফুন্নাহার লাকী বলেন, আজকে আমাদের একমাত্র উদ্দেশ্য ছিলো দর্শকের মুখের হাসি। জীবনের কঠিন বাস্তবতাকে সহজ করে নেওয়ার সরল সমাধান হাসি। চলতে পথে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার মুখোমুখি হয়ে থাকি। তাই আমরা চেয়েছিলাম এই নাটকের মাধ্যমে দর্শকদের মধ্যে খানিকটা রিফ্রেশমেন্ট পৌঁছে দিতে। সবশেষে বলবো- দর্শকদের আনন্দমুখর সাড়া পেয়ে আমরা ভীষণ আনন্দিত।

সর্বাধিক পঠিত